দুর্যোগ মোকাবিলায় পানি, স্যানিটেশন ও হাইজিন প্রযুক্তিসমূহের জাতীয় সংকলন" (National Compendium of Water, Sanitation and Hygiene Technologies for Disaster Response) হলো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE), আইটিএন-বুয়েট (ITN-BUET), ইউনিসেফ (UNICEF) এবং বাংলাদেশ ওয়াশ ক্লাস্টারের একটি যৌথ উদ্যোগ।